Can backlog students apply for an Oasis scholarship? তুমি যদি একজন ব্যাকলক স্টুডেন্ট হও এবং ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে চাও তাহলে এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। আজ এই পোষ্টের মাধ্যমে আমি তোমাকে জানাবো যে Can backlog students apply for an Oasis scholarship? এর উত্তর কি।
Can backlog students apply for an Oasis scholarship?
Can backlog students apply for an Oasis scholarship? এর উত্তর হল হ্যাঁ। তুমি যদি একজন ব্যাক্লোক স্টুডেন্ট হও তাহলে তুমি ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারবে। তবে তোমাকে কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। তুমি ব্যাকলক পেয়েছ কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়ে গেছো তাহলে তুমি কিন্তু ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে তুমি টাকাও পাবে।
আর যদি তুমি ব্যাক লক পেয়ে থাকো কিন্তু তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারোনি তাহলে তুমি কিন্তু এই ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারবে না এবং এই স্কলারশিপ থেকে তুমি টাকাও পাবে না। তাহলে তুমি যদি একজন ব্যাকলক স্টুডেন্ট হও এবং ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে চাও এবং এইচ স্কলারশিপ থেকে টাকাও পেতে চাও তাহলে তোমাকে কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী ক্লাসে তুমি যদি উত্তীর্ণ হতে না পারো তাহলে তুমি কিন্তু ওয়েসিস করার সিট থেকে টাকা পাবে না।
What is Oasis Scholarship ?Oasis Scholarship হল পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত একটি সরকারি স্কলারশিপ। এই স্কলারশিপটি শুরু করা হয় পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।এই স্কলারশিপটি দেওয়া হয় কেবলমাত্র SC, ST এবং OBC ছাত্র-ছাত্রীদের। যে সমস্ত ছাত্র বা ছাত্রী SC, ST বা OBC তারাই কেবলমাত্র এই স্কলারশিপটি আবেদন করতে পারে।
Eligible for Oasis Scholarship :
Oasis Scholarship 2025 আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের কিছু যোগ্যতা থাকা প্রয়োজন, সেই যোগ্যতা গুলি হোলো –
ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
ছাত্রছাত্রীকে SC/ST/OBC হতে হবে।
ছাত্রছাত্রীর অবশ্যই সকারি কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের যেকোনো একটি বিদ্যালয়ে বা কলেজে পোড়তে হবে।
ছাত্রছাত্রীকে শেষ পরীক্ষায় পাশ করতে হবে।
ছাত্রছাত্রীকে বিদ্যালয় বা কলেজের যেকোনো একটি ক্লাসে পোড়তে হবে।
Documents Required :
এই স্কলারশিপটি আবেদন করতে গেলে ছাত্র বা ছাত্রীর কিছু Documents প্রয়োজন। তো কি সেই Documents গুলি তা জেনে নেওয়া যাক –
SC/ST/OBC Caste Certificate
Birth Certificate or Madhyamik Admit
Income Certificate
Aadhar Card
Address Proof
Photo of Candidate
Last Examination Marksheet
Bank Passbook.
Oasis Scholarship Last Date :
Oasis Scholarship আবেদন করার শেষ তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি। তবুও তোমরা চেষ্টা করবে ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বরের আগে এর মধ্যে আবেদন করে দেওয়ার।
Benefit Of Oasis Scholarship :
ছাত্রছাত্রী Oasis Scholarship আবেদন করার পর তার নিজের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে পশ্চিমবঙ্গ সরকারের থেকে ১২০০ টাকা থেকে ৬০০০০ টাকা পর্যন্ত সাহায্য হিসেবে পাবে। জেটি তার পড়াশুনা ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে।
Oasis Scholarship Status Check :
অনলাইনে Oasis Scholarship আবেদন করার পর তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এই Oasis Scholarship Status Check করতে পারবে। কিভাবে এই Oasis Scholarship Status Check করবে সেটি জানার জন্য এখানে ক্লিক করো।