Can I Apply For Two Scholarship 2025 ?

Can I apply for two scholarships? এটি জানার আগে তোমাকে জানতে হবে যে স্কলারশিপ কত প্রকার কি ? যদি তুমি স্কলারশিপের প্রকার গুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারো তবে তুমি বুঝতে পারবে যে Can I apply for two scholarships? এই প্রশ্নের উত্তরটি কি হবে। তো চলো জেনে নেওয়া যাক Can I apply for two scholarships? এর উত্তর কি হবে।

Can I apply for two scholarships?

Can I apply for two scholarships? এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ। যদি তুমি একজন স্কুল বা কলেজের ছাত্র বা ছাত্রী হও এবং তুমি যদি কোনো স্কুল বা কলেজে পড়াশুনা করো তবে তুমি একসঙ্গে দুটি বা তার বেশি স্কলারশিপ আবেদন করতে পারবে।

তবে তুমি যদি একজন স্কুল বা কলেজের ছাত্র বা ছাত্রী হও এবং তুমি যদি দুই বা তার বেশি স্কলারশিপ আবেদন করতে চাও তবে তোমাকে কিছু নিয়ম পালন করতে হবে এবং তার পরই তুমি কিন্তু একসঙ্গে দুই বা তার বেশি স্কলারশিপ একসঙ্গে আবেদন করতে পারবে।

যদি তুমি একসঙ্গে দুই বা তার বেশি স্কলারশিপ আবেদন করতে চাও তবে তোমাকে আগে জানতে হবে যে স্কলারশিপ কত প্রকার বা স্কলারশিপ কত ধরনের হয়। তো চলো জেনে নেওয়া যাক যে স্কলারশিপ কত প্রকার বা স্কলারশিপ কত ধরনের হয় ?

Types of Scholarship :

স্কলারশিপ হল দুই প্রকার অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী একসঙ্গে দুই ধরনের স্কলারশিপ আবেদন করতে পারে। সেগুলি হল –

Govt. Scholarship :

সরকার থেকে যে স্কলারশিপ গুলি দেওয়া হয় সেগুলকে বলা হয় Govt. Scholarship। কোনো ছাত্র বা ছাত্রী যদি এই স্কলারশিপ গুলি আবেদন করার জন্য যোগ্য হয় এবং সেই ছাত্র বা ছাত্রী যদি এই Govt. Scholarship আবেদন করে তবে সেই ছাত্র বা ছাত্রী এই Govt. Scholarship থেকে অবশ্যই টাকা পাবে। কিছু জনপ্রিয় সরকারি স্কলারশিপের নাম গুলি হল Oasis Scholarship, Swami Vivekananda Merit Cum Means Scholarship, Nabanna Scholarship and Aikyashree Scholarship ইত্যাদি।

Private Scholarship :

সরকার থেকে যে স্কলারশিপ গুলি দেওয়া হয় না সেই স্কলারশিপ গুলিকে Private Scholarship বলা হয়। এই স্কলারশিপ গুলি দেওয়া হয় কোনো Private প্রতিষ্ঠান থেকে। কোনো ছাত্র বা ছাত্রী যদি এই স্কলারশিপ গুলি আবেদন করার জন্য যোগ্য হয় এবং সেই ছাত্র বা ছাত্রী যদি এই Private Scholarship আবেদন করে তবে সেই ছাত্র বা ছাত্রী এই Private Scholarship থেকে টাকা পেতে পারে অথবা নাও পেতে পারে। কিছু জনপ্রিয় সরকারি স্কলারশিপের নাম গুলি হল – Colgate Scholarship, LIC Scholarship, SBI Scholarship, Tata Scholarship and GP Birla Scholarship ইত্যাদি।

Oasis Scholarship, Swami Vivekananda Merit Cum Means Scholarship, Nabanna Scholarship and Aikyashree Scholarship ইত্যাদি যেহেতু সরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপ গুলি যেহেতু পশ্চিমবঙ্গ সরকার তার রাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদের দিয়ে থাকে। তাই একজন ছাত্র বা ছাত্রী কেবলমাত্র একটি মাত্র স্কলারশিপ আবেদন করতে পারবে।

আর Colgate Scholarship, LIC Scholarship, SBI Scholarship, Tata Scholarship and GP Birla Scholarship ইত্যাদি যেহেতু বেসরকারি বা Private স্কলারশিপ এবং এই স্কলারশিপ গুলি যেহেতু বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাঠরত ছাত্রছাত্রীদের দিয়ে থাকে তাই একজন ছাত্র বা ছাত্রী তার যোগ্যতা অনুযায়ী সমস্ত Private Scholarship আবেদন করতে পারবে।

Benefit Of Scholarship :

ছাত্র বা ছাত্রী Scholarship আবেদন করার পর তার নিজের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে সে একটি টাকা সাহায্য হিসেবে পাবে।তুমি যদি একজন স্কুল বা কলেজের ছাত্র বা ছাত্রী হও এবং তুমি যদি স্কুল বা কলেজে পড়াশুনা করো তাহলে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী যেকোনো একটি সরকারি স্কলারশিপ আবেদন করবে এবং তুমি তোমার যোগ্যতা অনুযায়ী সব স্কলারশিপ আবেদ করতে পারবে।

4 thoughts on “Can I Apply For Two Scholarship 2025 ?”

Leave a Comment