তুমি যদি কোনো সরকারি স্কলারশিপ আবেদন করে থাকো তাহলে তোমাকে জানতে হবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে DBT স্ট্যাটাস On আছে কিনা। যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে DBT স্ট্যাটাস On না থাকে তাহলে কিন্তু তুমি কোনো সরকারি স্কলারশিপ পাবেনা। আর যদি তোমার অ্যাকাউন্টে DBT স্ট্যাটাস On থাকে তাহলে তুমি সরকারি স্কলারশিপ পাবে।
তোমার ব্যাংক অ্যাকাউন্টে DBT স্ট্যাটাস On আছে কিনা তা জানার জন্য তোমাকে কিছু স্টেপ follow করতে হবে। আর তার পরেই তুমি জানতে পারবে যে ব্যাংক অ্যাকাউন্টে DBT স্ট্যাটাস On আছে কিনা।
How to check dbt status ?
এটি জানার জন্য তোমার কয়েকটি ডকুমেন্টস প্রয়োজন সেগুলি হল –
১। আধার কার্ড
২। মোবাইল ফোন
How to check dbt status? এটি জানার জন্য তুমি যখন আধার কার্ড ও মোবাইল ফোন কাছে রাখবে তারপর তুমি তোমার মোবাইল খুলবে। তোমার মোবাইলের মধ্যে Google Browser টি খুলবে।
Step – 1 :
How to check dbt status? এটি জানার জন্য তোমার মোবাইলের মধ্যে Google Browser টি খোলার পর, তুমি NPCI লিখে Search করবে।

Step – 2 :
NPCI এর website টি খোলার পর Consumer Option এর ওপর ক্লিক করবে। তারপর তুমি BASE এর ওপরে ক্লিক করবে।

Step – 3 :
এরপর তুমি Aadhar Mapped Status এর ওপর ক্লিক করবে। এরপর তুমি তোমার Aadhar Number লিখবে। এবং এরপর Captcha লিখে Check Status এর ওপর ক্লিক করবে। তারপর তোমার ব্যাংক অ্যাকাউন্টে DBT স্ট্যাটাস On আছে কিনা সেটি তুমি দেখে নিতে পারবে।
