Oasis Scholarship status check করতে হলে প্রথমে তোমাকে Oasis Scholarship আবেদন করতে হবে। যদি তুমি Oasis Scholarship আবেদন না করে থাকো তাহলে প্রথমে তুমি Oasis Scholarship আবেদন করো তারপর তুমি Oasis Scholarship status check করতে পারবে।
Oasis Scholarship status check :
Oasis Scholarship status check করতে হলে তোমাকে কিছু important ডকুমেন্ট কাছে রাখতে হবে। সেই ডকুমেন্টটি হল –
Acknowledgement slip
এছাড়া প্রয়োজন জেলার নাম (যেখানে বসবাস করো সেই জেলার নাম নয়, যে স্কুল বা কলেজে তুমি পড়াশুনা করো সেই স্কুল বা কলেজটি যে যায়গায় অবস্থিত সেই জেলার নাম জানতে হবে)।
Step 1 :
Oasis Scholarship status check করতে হলে প্রথমে তোমাকে Google টি ওপেন করতে হবে। তারপর সার্চবারে এসে তোমাকে টাইপ করতে হবে Oasis Scholarship। এরপর তোমার সামনে প্রথম যে wbsite টি ওপেন হবে (Oasis Scholarship)। এখন তুমি এই website টিতে ক্লিক করবে।

Step 2 :
এখন তুমি একটু নীচে আসলে দেখতে পাবে ANNOUNCEMENT অপশান। এর মধ্যেই থাকবে দুটি অপশান একটি হল Institute Login এবং অন্যটি হল Track an application। এই দুটির মধ্যে তুমি Track an application এর ওপরে ক্লিক করবে। তাহলেই তুমি Oasis Scholarship status check করতে পারবে।

Step 3 :
Oasis Scholarship status check করার জন্য এবার তোমাকে select করতে হবে জেলার নাম। এখানে তোমার স্কুল বা কলেজটি যেই জেলাতে অবস্থিত সেই জেলাটি তুমি এখানে select করবে। এবং submit এর ওপরে ক্লিক করবে।

Step 4 :
Oasis Scholarship status check করার জন্য এটি হল শেষ কাজ। এই পেজে তুমি দেখতে পাবে APPLICATION TRACKING STATUS। এখাণে তোমকে কিছু Information ফিলাপ করতে হবে। সেগুলি হল –
- Application Id
- Applied District (আগে থেকে select থাকবে)
- Session
- Captcha

এগুলি ফিলাপ করে নেওয়ার পর তুমি Check Status এর ওপরে ক্লিক করবে। যখনি তুমি Check Status এর ওপরে ক্লিক করবে, তখন তোমার সামনে Oasis Scholarship status এর পেজটি ওপেন হবে এবং তুমি Oasis Scholarship status check করতে পারবে।
FAQ :
Oasis Scholarship status check করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে ?
Acknowledgement Receipt
অনলাইনে কি Oasis Scholarship status check করা যায়।
হ্যাঁ।
Oasis Scholarship status check করার জন্য কোন জেলাটি select করবো ?
তুমি যে জেলাতে বসবাস করো সেই জেলাটি নয়। তোমার স্কুল বা কলেজটি যে জেলাতে অবস্থিত তোমাকে সেই জেলাটি select করতে হবে। এখানে তোমার নিজের জেলা এবং তোমার স্কুল বা কলেজটি একই জেলার মধ্যে থাকলে জেলার নামের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর যদি তোমার নিজের জেলা আর তোমার স্কুল বা কলেজ এর জেলা আলাদা হয় তবে তোমার সেখানে তোমাকে তোমার স্কুল বা কলেজটি যেই জেলায় অবস্থিত সেই জেলাটি select করতে হবে।